৩৮তম বিসিএসের ফলাফলে ২৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর সফলতা
 
নিউজ ডেস্ক
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল গত ৩০শে জুন মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। বর্তমানে ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এর মধ্য দিয়ে ফলপ্রত্যাশীদের অপেক্ষার পালা শেষ হলো। পিএসসি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বিশেষ সভা শেষে পিএসসি ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।
সুপারিশ পাওয়া ক্যাডারের মধ্যে সাধারণ ৬১৩, সহকারী সার্জন ২২০, ডেন্টাল সার্জন ৭১, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে ৫৩২ এবং শিক্ষায় ৭৬৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৮ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। পরে ১৩৬ জন বেশি নিয়োগের প্রস্তাব আসে জনপ্রশাসন থেকে। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হয় ২ হাজার ১৬০। পরে ২৪০ জন যুক্ত হয়ে মোট পদের সংখ্যা হয় ২ হাজার ৪০০।

সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এবারের বিসিএসে পার্বত্য চট্টগ্রাম হতে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের পরীক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন চাকমা, ৩ জন মারমা এবং ২ জন ত্রিপুরা, ২জন গারো সম্প্রদায়ের পরীক্ষার্থী রয়েছেন। কৃতকার্যদের মধ্যে পুলিশ ক্যাডারে বাঘাইছড়ির জুয়েল চাকমা, প্রশাসন ক্যাডারে মিল্টন চাকমা, প্রশাসন ক্যাডারে ঝন্টু বিকাশ চাকমা, হিসাব ও নিরীক্ষা ক্যাডারে তুহিন চাকমা, স্বাস্থ্য ক্যাডারে এন্টনী চাকমা, আয়কর ক্যাডারে শর্মিষ্ঠা চাকমা, পানছড়ি হতে পররাষ্ট্র ক্যাডারে ডিভাইন চাকমা, প্রশাসন ক্যাডারে মিলন চাকমা, প্রশাসন ক্যাডারে মহালছড়ি হতে হিল্লোল চাকমা, প্রশাসন ক্যাডারে সদর থেকে দিপক ত্রিপুরা, অংমেচিং মারমা, আনসার ক্যাডারে মাচিং চিং মারমা, জুরাছড়ি হতে হিসাব ও নিরীক্ষা ক্যাডারে সুগ্রীব চাকমা, আনসার ক্যাডারে এলিন চাকমা, প্রশাসন ক্যাডারে রাঙামাটি থেকে রয়া ত্রিপুরা, রাসেল রেমন্ড দিও গারো, লুচি লিজা রিছিল গারো এবং বান্দরবানের লামা হতে অংচিং মারমা অন্যতম।
এদিকে পার্বত্য চট্টগ্রাম থেকে ৩৮তম বিসিএসে কৃতকার্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদ, মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামসহ নানা শ্রেনী পেশার মানুষ।
