গণধর্ষণের অভিযোগে মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে রাখাইন নারীর মামলা
![]()
নিউজ ডেস্ক
গণধর্ষণের অভিযোগ এনে মিয়ানমারের তিন সেনা সদস্যের বিরুদ্ধে সিত্তুই টাউনশিপের থানায় মামলা দায়ের করেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডং টাউনশিপের এক নারী।
গত ১০ জুলাই শুক্রবার রাথেডংয়ের উগা গ্রামের ৩৬ বছর বয়সী ঐ নারী সিত্তুই হাসপাতালে তার ওপর যৌন নির্যাতনের ফরেনসিক পরীক্ষা শেষে মামলাটি দায়ের করেন।
১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় ওই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি চাই সত্য প্রকাশিত হোক, তাই আমি প্রকাশ্যে গিয়ে থানায় মামলা করেছি, সেখানে সত্য বলেছি।
উগা গ্রামবাসীরা জানান যে, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ২৯ জুন ভোর ৬টার দিকে তাদের গ্রামে প্রবেশ করে। সেনাদের দেখে গ্রাম থেকে পুরুষেরা পালিয়ে যায়। কারণ তাদেরকে আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করার অজুহাতে আটক করার আশঙ্কা ছিলো।
রাখাইন রাজ্যের জাতিগত ওই স্বাধীনতাকামী গ্রুপটির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছে।
এসময় আরো পাঁচ মহিলা ও তিন সন্তানকে নিয়ে অভিযোগকারী নারী বাড়িতে লুকিয়ে ছিলেন। সেদিন রাতে তিন সেনা প্রতিবেশির এক বাড়িতে অবস্থান করে। তখন তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায় এবং বন্দুকের মুখে ধর্ষণ করে।
তিন সেনা তাকে বিশ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) দিয়ে ঘটনা কাউকে না বলার জন্য হুমকী দেয়।