রাঙমাটির নানিয়ারচরে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে চা দোকানী নিহত
![]()
নিউজ ডেস্ক
রাঙমাটি পার্বত্য জেলার নানিয়ারচরে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সুরেশ কুমার চাকমা (৪৫) নামে এক চা দোকানদার নিহত হবার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িস্থ রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। সুরেশ চাকমা ঘিলাছড়ির সিকল্যা পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত দশটার দিকে সিএনজি যোগে দুর্বৃত্তরা চায়ের দোকানের সামনে এসে সুরেশ চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা উপজাতি একটি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সদস্য বলে সুত্র থেকে জানা গেছে। ঘটনার পরপরই সুরেশ চাকমার লাশ উদ্ধার করে তার গ্রাম সিকল্যা পাড়ায় নিয়ে যায় স্থানীয়রা।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন জানিয়েছেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের গায়ে চারটি গুলির চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।