খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নবাগত চেয়ারম্যান ও সদস্যরা
 
নিউজ ডেস্ক
পার্বত্য তিন জেলা পরিষদ পুনর্গঠনের পর গত ১৪ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর নেতৃত্বে দায়িত্বভার গ্রহন করেছেন দুই জেলা পরিষদের ৩০জন সদস্য। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে স্ব-স্ব জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কমিটির দায়িত্ব গ্রহন করেন নতুন পূর্ণঃগঠিত পরিষদ।
খাগড়াছড়ি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মো. জাহেদুল আলম, সতীশ চন্দ্র চাকমা ও নিগার সুলতানা, নতুন – পুরাতন পরিষদ সদস্যসহ জেলা পরিষদে হস্তান্তরিত সকল বিভাগীয় প্রধান, সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যোগদান ও বিদায়ী এই অনুষ্ঠানে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদের নতুন-পুরাতন সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদ্য সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া প্রমুখ। পরে পরিষদের বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী দায়িত্বভার গ্রহণের পত্র ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্বভার গ্রহণ করেন।
