রাঙামাটিতে উপজাতি গ্রাম প্রধানকে গুলি করে হত্যা
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পাত্তরমনি চাকমা (৬৩) নামের ষাটোর্ধ্ব এক উপজাতি গ্রাম্য প্রধানকে (কার্বারি) গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা।
রোববার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ৯টার সময় জুড়াছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লুলংছড়ি এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ি থেকে ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী পাত্তরমনি চাকমাকে ডেকে নিয়ে বাড়ীর পাশেই গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
হত্যাকান্ড সংগঠিত হওয়ার পর পরই লুলংছড়ি টিওবি হতে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।
জুড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিসহ থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত পাত্তরমনি চাকমা একটি অস্ত্র মামলার সাক্ষী ছিলেন। চলতি বছরের গত ১৪ মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিলো। সেদিনের সেই ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় পাত্তরমনি চাকমা প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। এই সাক্ষীর থাকার কারণেই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পাত্তরমনিকে গুলি করে হত্যা করে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় জনগণের ভাষ্য মতে, পাত্তর মনি চাকমা কার্বারী হিসেবে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেন এবং সকল ধরনের সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপ রুখতে সর্বদা সচেষ্ট ছিলেন। স্থানীয় ও বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে, পাত্তর মনি চাকমার হত্যাকান্ড সন্তু লারমার আদেশেই তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ জেএসএস (মূল) দলের সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান।
