রাজশাহী ও সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের মৃত্যু - Southeast Asia Journal

রাজশাহী ও সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা উদ্বেগ ছাড়াচ্ছে একের পর এক জেলায়। শনাক্তের হার বিবেচনায় এক জেলাকে পেছনে ফেলছে অন্য জেলা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৭ ও রাজশাহীর ৩ জন। বাকি দুজন নাটোর ও নওগাঁর। সাতক্ষীরাতে করোনায় মারা গেছেন ৩ জন।

গত ১ সপ্তাহের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোরসহ সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। এই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা। এখন রোগী শনাক্তের হার সবচেয়ে বেশি উত্তরের জেলা দিনাজপুরে। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় রোগী শনাক্তের হার ৭০ শতাংশ।

গত সপ্তাহে শনাক্তের হারের দিক দিয়ে এগিয়ে ছিল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও যশোর। এ সপ্তাহে দিনাজপুরের পাশাপাশি রোগী শনাক্তের হার বেশি নড়াইল ও বাগেরহাটে।

এরই মধ্যে কয়েকদিন ধরে করোনার উচ্চ সংক্রমণ থাকা দিনাজপুরে আজ থেকে শুরু হচ্ছে সাতদিনের লকডাউন। এছাড়া, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কয়েকটি এলাকা আজ থেকে আসছে বিধি নিষেধের আওতায়। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে সকাল ৬টা থেকে।

কুড়িগ্রাম পৌর এলাকার ২, ৩ ও ৭ নং ওয়ার্ডে বিকেল ৫টা থেকে চলাচলে বিধি নিষেধ কার্যকর হবে। এছাড়া, মেহেরপুরের তিন গ্রামে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। নাটোর পৌরসভা ও সিংড়ায় সপ্তাহব্যাপী চলমান লকডাউনের আজই শেষ দিন। তবে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণসহ বাড়ছে মৃত্যুও।

রাজশাহী, নওগাঁ, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ছাড়াও চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরায় যে হারে রোগী বাড়ছে তাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।