রূপ বদলে ভারতীয় ধরন এখন ডেল্টা প্লাস - Southeast Asia Journal

রূপ বদলে ভারতীয় ধরন এখন ডেল্টা প্লাস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরন এখন রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস। এই ধরন কতোটা সংক্রামক জানা না গেলেও, খুব বেশি উদ্বেগজনক নয় বলে জানিয়েছেনা বিজ্ঞানীরা।

জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে, ডেল্টা ধরনটি স্পাইক প্রোটিনে পরিবর্তন করে রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস। তবে চিন্তার বিষয় হলো, এই ধরনটি মোনোক্লোনাল অ্যান্টিবডিকে আটকে দিতে সক্ষম। করোনাকে পরাজিত করার আধুনিক চিকিৎসা হলো মোনোক্লোনাল অ্যান্টিবডি পদ্ধতি।

বিজ্ঞানীরা জানান, ৭ জুন পর্যন্ত ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, নেপাল ও জাপানসহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে করোনার ডেল্টা প্লাস ধরন। যুক্তরাজ্যেও ৬৩ জনের দেহে পাওয়া গেছে এই ধরন।