করোনায় রাজশাহীতে আরো ১২ মৃত্যু - Southeast Asia Journal

করোনায় রাজশাহীতে আরো ১২ মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এখনই বিকল্প ব্যবস্থা না নিলে রাজশাহীতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া কঠিন হবে বলে শঙ্কা চিকিৎসকদের। অক্সিজেন সরবরাহ না থাকায় কাজে আসছে না বেসরকারি হাসপাতালগুলো। আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থ হচ্ছেন কম। করোনা পরিস্থিতি এভাবে বাড়তে থাকলে অবস্থা হতে পারে ভয়াবহ।

গেলো এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ২১৬ জন। এই হাসপাতালে করোনার ১২টি ওয়ার্ডে ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৫৮ জন। কোনো রকমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এই রোগীদের। তবে সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে- বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আর কোনো হাসপাতাল বা ক্লিনিকে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতির আরও অবনতি হলে চরম অক্সিজেন সংকটের শঙ্কা স্বাস্থ্য বিভাগের।

রাজশাহীতে ১৪ দিনের লকডাউন চললেও করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও করোনা চিকিৎসার বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের।

গত ২৭ দিনে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালেই মারা গেছেন ২২৪ জন। চিকিৎসকরা বলছেন, করোনার বিভিন্ন ধরনে আক্রান্তের পাশাপাশি সময়মতো চিকিৎসা না নেয়ায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।

গত ২১ মে রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে মারা যায় দুইজন। ৪ জুন সর্বোচ্চ ১৬ এবং ১৬ জুন সে সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। আর গত ২৭ দিনে এই হাসাপাতালে মৃত্যু হয় ২২৪ রোগীর।