১ জুলাই থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না, থাকবে সেনাবাহিনীর টহল - Southeast Asia Journal

১ জুলাই থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না, থাকবে সেনাবাহিনীর টহল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। যাকে শাটডাউন বলে সরকারের কেউ কেউ আখ্যায়িত করেছেন। সেই সময়ে জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২ পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। এই এক সপ্তাহ পর্যালোচনা করে প্রয়োজন হলে বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে জরুরি সেবা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে আজ সোমবার থেকে সারাদেশে গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এ বিধিনিষেধ চলবে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত। এরপর শুরু হবে কঠোর বিধিনিষেধ।

You may have missed