জুরাছড়ির দুমদুম্যা ইউনিয়নে হেলিকপ্টারে করে নেওয়া হল দ্বিতীয় ডোজের টিকা - Southeast Asia Journal

জুরাছড়ির দুমদুম্যা ইউনিয়নে হেলিকপ্টারে করে নেওয়া হল দ্বিতীয় ডোজের টিকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসারে জীতেন্দ্র কুমার নাথ এর নেতৃত্বে ৯ ডিসেম্বর দুমদুম্যা ইউনিয়নে বগাখালী এলাকায় কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার লক্ষে হেলিকপ্টারে গিয়ে বগাখালী বাজারে এসব টিকা প্রদান করা হবে।

গত ৭ই অক্টোবর একই ভাবে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতায় হেলিকপ্টারে করে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। তাই অাজ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা সহ বাংলাদেশে সেনাবাহিনীর মেডিকেল কোরের তিনজন সদস্য সহ স্বাস্থ্য বিভাগের তিনজন কর্মকর্তা।

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ জানান,বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা না পেলে কখনো এত দূর্গম এলাকার জনসাধারণকে টিকা অাওতায় নিয়ে অাসা সম্ভব হতো না,এমন মহৎ কাজে সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।