পুনরায় চালু হল সাজেকের সব রিসোর্ট ও কটেজ - Southeast Asia Journal

পুনরায় চালু হল সাজেকের সব রিসোর্ট ও কটেজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের সকল ‘রিসোর্ট ও কটেজ’ দীর্ঘদিন বন্ধ থাকার পর বাঘাইহাট সেনা জোনের একান্ত সহযোগীতায় পুনরায় চালু হল বন্ধ থাকা ‘রিসোর্ট ও কটেজ।’

গত শনিবার (২৬ ফেব্রুয়ারী) দীর্ঘ প্রচেষ্টার পর সজেকের রুইলুই পাড়া ক্লাব ঘরে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে রিসোর্ট ও কটেজ পরিচালনার জন্য অনুমতি দিয়ে বন্ধ থাকা রিসোর্টের চালু করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক, ‘অতীতে সাজেকে বিভিন্ন রিসোর্ট তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের দূর্নীতি, অনিয়ম, সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলার কারনে, দীর্ঘদিন ধরে বেশ কিছু রিসোর্ট এর কার্যক্রম বন্ধ ছিল। রিসোর্টের কাগজ পত্র যাচাই বাচাই এবং সার্বিক দিক বিবেচনায় ১৯টি রিসোর্ট ও কটেজ পরিচালনার অনুমতি দেয়া হল। আপনারা যদি সুন্দরভাবে কোন অনিয়ম ছাড়া এই অগ্রগতি ধরে রাখতে পারেন, তাহলে আমরা পর্যায়ক্রমে বাকী রিসোর্টগুলো পরিচালনার অনুমতি দেয়ার চেষ্টা করবো।’

ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, সাজেকের বাসিন্দারা অন্য এলাকার লোকজনের কাছ থেকে পিছিয়ে রয়েছে। তাদের জীবন মান উন্নয়ন করতে হবে। দেশে উন্নয়নের সুফল তাদের মাঝে সমান ভাবে বিলিয়ে দিতে হবে। তাদের কৃষ্টি-কালচার শিক্ষা স্বাস্থ্যের দিকটাও ব্যবসায়ীদের নজরে রাখতে হবে, যাতে সবাই বুজতে পারে আপনারা তাদের জন্য কাজ করছেন ।

এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাজেক থানার ওসি নুরুল আনোয়ার, সাজেক ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞানোজ্যোতি চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুয়েলসহ স্থানীয় রিসোর্ট ও কটেজ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।