কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ২
 
                 
নিউজ ডেস্ক
ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কনস্টেবল নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। তার এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক মোটরসাইকেল নারী আরোহীরও মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তার ছোড়া গুলিতে বেশ কয়েকজন আহত হন। পরে নিজের শরীরে গুলি চালিয়ে আত্মঘাতী হন নিরাপত্তারক্ষী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার হঠাৎ ওই নিরাপত্তারক্ষী ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়েন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।
তুদুপ লেপচা নামে কলকাতা আর্মড পুলিশের ওই সদস্য ছুটি শেষে শুক্রবার (১০ জুন) সকালেই কাজে যোগদান করেন। তিনি প্রায় এক বছর আগে পুলিশে যোগ দেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ প্রধান। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
