মারমাদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড্রলুবাইসু চৌধুরী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির জেলার মেয়ে “ড্রুলুবাইসু চৌধুরী” মারমা জনগোষ্ঠীর মধ্য থেকে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এর প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
ড্রলুবাইসু চৌধুরীর বাড়ি খাগড়াছড়ি জেলায় গুগড়াছড়ি। তিনি কলেজ, ভার্সিটির লাইফে মারমা মেয়েদের মধ্যে অন্যতম মেধাবী ছাত্রী হিসেবে বেশ সু-পরিচিত।
তিনি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এর প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
নিজ জাতির লোকজন মনে করেন “ড্রলুবাইসু মারমা” এর এই অর্জন পুরো জাতির গর্বের বিষয়।