প্রতিবেশী কর্তৃক প্রাণনাশের আশঙ্কায় নারী নেত্রী নূর জাহানের সংবাদ সম্মেলন
![]()
নিউজ ডেস্কঃ
প্রভাবশালী প্রতিবেশির অত্যাচার নির্যাতন ও হুমকিতে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করে প্রশাসনের নিকট নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নারীনেত্রী বেগম নুর জাহান। রোববার বেলা এগারোটার সময় শহরের পৌরসভা সংলগ্ন নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ও পার্বত্য নারী অধিকার ফোরামের কেন্দ্রীয় সভানেত্রী নুর জাহান নিজের নিরাপত্তা নিয়ে এই আশঙ্কা করেন। এসময় তার মেয়ে নুসরাত জাহান নাদিয়াহর সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বেগম নূর জাহান বলেন, আমার জায়গা বেদখলে নিতে দীর্ঘদিনের চেষ্টায় মরিয়া মোহাম্মদ হোসেন নামে এক মামলাবাজ ও ভূমিদস্যু। এরই মধ্যে আমার কিছু জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তিনি। আমার জায়গাটি দখলে নিতে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আসছে। এতে আমি চরম হয়রানির শিকার ও অসহায়। আমি মোহাম্মদ হোসেনের মামলার হয়রানি ও অত্যাচার থেকে বাঁচতে চাই। তার কাছে আমি সম্পূর্ণ নিরাপত্তাহীন। যে কোনো সময় আমার প্রাণনাশ করতে পারে সে।
নূর জাহান বলেন, ওই মো. হোসেন আমার ছাদের দিকে দরজা করে রাখায় আমি ভয়ে ছাদে উঠতে পারি না। কারণ ছাদে আমার নিরাপত্তা নেই। যে কোনো সময় আমাকে ছাদে পেলে ক্ষতি করতে পারে সে। আমার জানের নিরাপত্তা নেই। ছাদে উঠলে যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে। মো. হোসেন ও তার ছেলে আতাউর, সুমনসহ তার পরিবারের সদস্যরা আমাকে প্রায় সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমি নিরাপত্তাহীন। আমার জানের নিরাপত্তা পেতে এ সংবাদ সম্মেলন করছি। এ বিষয়ে আমি রাঙামাটির মাননীয়নপুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছি।
নিজের নিরাপত্তা নিশ্চিতের আকুঁতি জানিয়ে নূর জাহান বলেন, আমি অসহায়। আমার কেউ নেই। আমার ঘরটি খসে পড়ে যাচ্ছে। আমি ঘরের কাজ করতে পারছি না। অথচ এ ধরনের একটি বিল্ডিং থাকলে না খেয়ে থাকার কথা নয়। আমি সামনের দোকানটা ছাড়া আর ভাড়া দিতে পারছি না। ঘরের ইট, সিমেন্ট খসে খসে পড়ছে। ভাড়া দেয়ার মতো কোনো সুযোগ নেই। মো. হোসেন আমাকে দেখলে বলে, দুনিয়া থেকে উঠিয়ে দিবে। মো. হোসেন আগে যেখানে ছিল, সেখানেও এভাবে পাশ্ববর্তীদের মামলা দিয়ে হয়রানি করত। সে একজন মামলাবাজ। আমার বিরুদ্ধে বর্তমানে জায়গা নিয়ে যে মামলাটি চলছে, সেটি ২০১১ সালে করেছিল মো. হোসেন। তার আগেও সে আমার নামে একাধিক মামলা করে। সে বলে আমাকে নাকি মামলা দিয়ে হয়রানি করতে করতে কবরে নিয়ে যাবে। আমার পাশে চার ফুট গলির জায়গাটি নিয়ে যে সমস্যা চলছে, তা আমার নামে রেকর্ডভূক্ত। বর্তমানে বাজারফান্ড ১৬২ ‘এ’ এবং ‘বি’ প্লটের নাম দিয়ে যে কথা বলছে, তা সম্পূর্ণ তার বানোয়াট। জায়গাটি আমার নামেই বন্দোবস্তু ছিল। কিন্তু ওই মো. হোসেন আমার জয়গার নামে একটি বেনামি মামলা করে তা চট্টগ্রাম আদালতে নিয়ে যায়। মামলার ফাইলটি গোপন রেখে আমার জায়গাটি দখল করে নেয়। আর আমার ফাইলটি রাঙামাটি বাজারফান্ড গোপন রেখে এবং মিথ্যা প্রতিবেদন লিখে জায়গাটি মো. হোসেনকে দিয়ে দেয়।
এ বিষয়ে মো. হোসেন সংবাদকর্মীকে বলেন, বেগম নূর জাহানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার জায়গায় আমি বাড়িঘর করছি। কিন্তু নূর জাহান তাতে বাধা দিতে যায়। আমি আমার জায়গা উদ্ধারে মামলা করেছি।