বনকর্মীদের সঙ্গে কাঠ পাচারকারীদের গোলাগুলি, নিহত ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বনকর্মীদের সঙ্গে কাঠ পাচারকারীদের গোলাগুলিতে শহিদুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ আগস্ট) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের প্লট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শহিদুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের ছেলে।
কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সামাজিক বনায়নের কাঠ পাচারকারীদের উপস্থিতি দেখে দায়িত্বরত বনকর্মীরা তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে পাচারকারীরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বনকর্মীরাও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন। পরে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। শহিদুল কাঠ পাচারকারীদের গুলিতে মারা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শহিদুলের পিঠের দিকে দুটি গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।