টেকনাফে সাদা ইয়াবাসহ নারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে প্রায় এক হাজার ৪০টি ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন। আটক জাহেদা বেগম পৌরসভার পুরাতন পল্লান পাড়ার সৈয়দ উল্লাহর স্ত্রী।
টেকনাফ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টিম বৃহস্পতিবার রাতে বিজিবির চেকপোস্টে ইঞ্জিন চালিত মাহিন্দ্রা গাড়ি থামিয়ে এক নারীকে আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৯৪০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক নারীকে মাদক আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।