কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অর্থায়নে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৪২তম কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ৩০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
একই দিন ৪৩তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধনও করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ ও পুরস্কার প্রদান এবং নতুন ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুরে রামগড় জোন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)র প্রশিক্ষণ হল রুমে সনদপত্র বিতরণ ও পুরস্কার প্রদান এবং নতুন ব্যাচের উদ্বোধণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে ৪৩ বিজিবির পরিচালনায় এসব কর্মমুখী প্রশিক্ষণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
এসময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
