কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ১৯ রোহিঙ্গা লোহাগাড়ায় আটক - Southeast Asia Journal

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ১৯ রোহিঙ্গা লোহাগাড়ায় আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালানো নারী-পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে লোহাগাড়াস্থ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট অফিসের সামনে থেকে শহরমুখী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।