খাগড়াছড়িতে ইয়াবা বিক্রির অভিযোগে এসআই ক্লোজড, আটক ১
![]()
নিউজ ডেস্কঃ
ইয়াবা বিক্রির অভিযোগে সাইদুর রহমান নামে খাগড়াছড়ি সদর থানার এক এসআইকে ক্লোজড এবং ক্রেতা অর্জুন বসাক নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় শহরের মুসলিম পাড়া মসজিদ এলাকায় অর্জুন বসাককে ইয়াবা বেচা-কেনার সময় আটক করে স্থানীয়রা। পরে অর্জুনকে পুলিশে সোপর্দ করার পর জিজ্ঞাসাবাদে জানান, তিনি সদর থানার এসআই সাইদুর রহমানের কাছ থেকে ইয়াবা কিনেছেন।
এসময় অর্জুনের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এসআই সাইদুরের বাসায় তল্লাশি চালায় এবং তাকে জিজ্ঞাসবাদের জন্য খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়। পরে এসআই সাইদুর রহমানকে খাগড়াছড়ি পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা বিক্রির সন্দেহে এসআই সাইদুর রহমানকে খাগড়াছড়ি পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ইয়াবাসেবী অর্জুন বসাককে আটক করা হয়েছে।