পানছড়িতে বৈসাবি উপলক্ষে লোগাং জোনের আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

পানছড়িতে বৈসাবি উপলক্ষে লোগাং জোনের আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উৎসবকে ঘিরে পাহাড় জুড়ে ধ্বনিত হচ্ছে “তুরু তুরু তুরু রু বাজি বাজত্তে, পাড়ায় পাড়ায় বেরেবং বেক্কুনে মিলিনে, এচ্যে বিজু. বিজু. বিজু……। বিজুর এই গানে পুরো পানছড়ি এখন মুখরিত। পাড়ায় পাড়ায় জমে উঠেছে বিজু উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১নং লোগাং ইউপির ধুদুকছড়াতেও চলছে বিশাল আয়োজন। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান পরিচালনার জন্য ধুদুকছড়াবাসীর জন্য আর্থিক সহযোগিতা প্রদান করে লোগাং জোন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ওয়াসী উদ্দিন আহমেদ সরেজিমেনে ছুটে আসেন ধুদুকছড়ায়। তিনি স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করে তাদের খোঁজ খবর নেন ।

এলাকায় বিজু ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য স্থানীয় কার্বারি ও ইউপি সদস্য পূর্ণ জীবন চাকমাসহ এলাকার, মুরুব্বী ও যুবক-যুবতীদের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন। এলাকাবাসীর পক্ষ থেকে জোন অধিনায়ককে অভিনন্দন জানানো হয়। এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতেও পাশে থাকার কথা জানান তিনি।

এসময় এলাকার সুজেস চাকমা, ভবন্তু চাকমা, মেহলাল চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।