বান্দরবানে আলীকদম জোন কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান জেলার আলীকদম জোন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের বেতন, এতিমখানা, অনাথালয়ের মাসিক খাবার খরচ, গরীব,দুঃস্থ পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে আলীকদম জোন কর্তৃক লামা ও আলীকদমের শিক্ষার্থীদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়
এই কার্যক্রম তাদের মাসিক নিয়মিত সহযোগিতা কর্মসূচির অংশ। । জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে এসব আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে সুত্র জানিয়েছে। ওই
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর মোঃ শওকতুল মোনায়েম।
এসময়, লামা-আলীকদমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিম খানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ জোনের পক্ষ থেকে সর্বমোট ২ লক্ষ ৬১ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজের পাশাপাশি দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।
উল্লেখ্য যে, বিগত ৫০ বছর যাবত আলীকদম সেনাজোন প্রতিষ্ঠাকালীন থেকে সেনাবাহিনী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে।