বান্দরবান সীমান্তে সিএনজি ভর্তি ১ হাজার প্যাকেট সিগারেটসহ ২ পাচারকারী গ্রেপ্তার - Southeast Asia Journal

বান্দরবান সীমান্তে সিএনজি ভর্তি ১ হাজার প্যাকেট সিগারেটসহ ২ পাচারকারী গ্রেপ্তার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউচ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির সীমান্তের ঘুমধুমে পুলিশের অভিযানে সিএনজি ভর্তি সিগারেটসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিএনজি ও বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ তুমব্রুর ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে সন্দেহজনক সিএনজি (যার রেজি. নং কক্সবাজার থ ১১-৫৫২৩) তল্লাশি করে ১ হাজার প্যাকেট মিয়ানমারের তৈরি সিগারেটসহ ২ জনকে গ্রেপ্তার করে। তারা হলো- মোহাম্মদ আমিন(৩১) পিতা

মৃত আবুল হোছন, সে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মনির ঘোনার বাসিন্দা। অপরজন দেলোয়ার হোসেন সোহে (২৪), সে একই সাকিনের ইয়াকুব আলী ছেলে।

গ্রেপ্তারকৃত সিএনজিচালক ও চোরাচালানির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা।