ঈশ্বরদীতে দেড় কেজি হিরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে দেড় কেজি হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঈশ্বরদী বাজার এলাকার স্টেশন রোডের জনতা ব্যাংকের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের হেরোইনসহ গ্রেফতার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র্যাব-১২ পাবনা।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মনিকচক (বর্তমানে জলাহার) এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী মেরজা খাতুন (৩৬), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন পিয়ারাখালী এলাকার মো: আজমাল মন্ডলের ছেলে মো: ইমরান (২৭), রাজশাহী গোদাগাড়ী থানাধীন চর-বোয়ালিয়া থানাধীন মরহুম আমজাদ হোসেনের স্ত্রী মোছা: গোলবাহার (৫০) এবং নওগাঁ জেলার আত্রাই থানাধীন চর বোয়ালিয়া মো: মনিরুল ইসলামের স্ত্রী মোছা সেনারা খাতুন (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন এই মাদক কারবারিরা ।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় পাঠানো হয়েছে বলে র্যাব জানিয়েছে।