অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলনে প্রস্তুত রাঙ্গামাটি - Southeast Asia Journal

অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলনে প্রস্তুত রাঙ্গামাটি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

যেকোন সময় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনসহ জেলা কমিটির সম্মেলন করতে প্রস্তুত রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ।

সম্প্রতি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ যখনই চাইবে তখনই সম্মেলন করার জন্য প্রস্তুত তারা। তিনি জানান ইতিমধ্যে জেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির কাজে হাত দেওয়া হয়েছে। আগষ্ট থেকেই এসব সম্মেলন শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। তবে জেলা আওয়ামীলীগের সম্মেলনের জন্য কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা পাননি বলেও জানান এই নেতা।

প্রসঙ্গত, ২০১৪ সালে সর্বশেষ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে দীপংকর তালুকদার ও সাধারন সম্পাদক পদে হাজী মুছা মাতব্বর নির্বাচিত হন। আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুসারে জেলা কমিটির মেয়াদ তিন বছর হলেও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের কারণে জেলা কমিটিগুলো ঠিকসময়ে সম্মেলন করতে পারেনি বলে জানিয়েছেন আওয়ামীলীগের জৈষ্ঠ নেতারা।