টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার - Southeast Asia Journal

টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত ১৮ জুন রবিবার ভোরে উখিয়া ও টেকনাফের তিনটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিম (২৮), উখিয়া ক্যাম্প ১৯-এর বাসিন্দা সোনা মিয়া (৫২), করিম উল্লাহ (৩২), জানে আলম (২৭) ও মো. সলিম।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘অপরাধীদের অবস্থানের খবর পেয়ে ১৯ ও ১৩ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ হত্যা মামলা রয়েছে। পরে থানায় সোপর্দ করা হয়েছে।’

একই দিন সকালে শালবন ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে মামলা রয়েছে। অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে এ ধরনের অভিযান চলবে।’

You may have missed