নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে মালিকবিহীন প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার দুপুরে বড় জামছড়ি এলাকার পাহাড়ি পথ থেকে এসব মাদক উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী বড় জামছড়ি এলাকায় সন্দেহজনক চলাচল চোখে পড়লে টহলদল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ঝোপঝাড়ের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৫০ পিস বার্মিজ ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রণয়নের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তায় বিজিবি পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্তঘেঁষা এই এলাকায় দীর্ঘদিন ধরেই বার্মিজ ইয়াবা পাচারকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে মাদকচক্র। বিজিবির নিয়মিত অভিযান এসব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।