খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন কর্তৃক স্থানীয় দুস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) সকালে মহালছড়ি জোন কর্তৃক সর্বমোট ১৩৭ জন জনের মাঝে বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।

মহালছড়ি জোনের আওতাধীন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক নারী,পুরুষ ও শিশু কিশোর বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করে।

এই চিকিৎসা সেবা প্রকল্পে সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তার কর্তৃক বিভিন্ন ধরনের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

মহালছড়ি জোন অধিনায়ক জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এই ধরণের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।