কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে ইউপি সদস্য হামিদ নিহত - Southeast Asia Journal

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে ইউপি সদস্য হামিদ নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউপির মহেশখালীয়া পাড়ার নৌকা ঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল হামিদ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে চারটি এলজি, সতের রাউন্ড কার্তুজ, একুশ রাউন্ড গুলির খোসা, ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে

মঙ্গলবার (২রা জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ প্রকাশ ওরফে হামিদ ডাকাত ওই পাড়ার আবুল হাশিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে হামিদকে আটক করে ইয়াবা ও অস্ত্রের তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে আস্তানায় উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হামিদকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কমপ্লেক্সের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার নির্দেশ দেন। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।