সুপারির খোলসে ইয়াবা পাচারকালে আটক ১
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় সুপারি খোলসের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় বিপুল পরমান ইয়াবা ও নগদ টাকাসহ ইয়াবা কারবারি আব্দুল্লাহ (৩০)কে আটক করেছে বিজিবি সদস্যরা। আব্দুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া গ্রামে হাজী সৈয়দ আহম্মদের ছেলে।
সোমবার (১লা জুলাই) বিকেলে খুনিয়াপালং রেজু বিজিবির যৌথ চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যদের হাতে এসব ইয়াবা ধরা পড়ে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, আটককৃত ব্যক্তির সুপারির ব্যবসার ধরণ দেখে সন্দেহ হয়। তল্লাশি করতে গিয়ে এই ঘটনাটি উদঘাটন করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ ৫৪ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করা হয়। নগদ পাওয়া গেছে ১৭ হাজার টাকা।
