আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির অর্থ সম্পাদক গ্রেপ্তার - Southeast Asia Journal

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির অর্থ সম্পাদক গ্রেপ্তার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অস্ত্রসহ কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ( আরসা) অর্থ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিদেশি রিভলবার, কার্তুজ ও স্মার্ট ফোন জব্দ করা হয়।

গত ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. ইউনুস ওলামা কাউন্সিল কমান্ডার ও আরসার অর্থ সম্পাদক মায়ানমারে মংডু টাউনশীপের বাসিন্দা মৃত হাবিবুল্লাহ’র ছেলে। বর্তমানে তিনি উখিয়ার চেংখালীর ক্যাম্প ১৯ এর ব্লক- সি/১৩ তে শরনার্থী হিসেবে রয়েছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকা থেকে আরসার সন্ত্রাসী ও অর্থ সম্পাদক মাওলানা মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুস সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার আরসা কমান্ডারের কাছ থেকে আরসা সদস্যদের বিভিন্ন সাংকেতিক শব্দ পাওয়া গেছে। তাছাড়া তার দেওয়া তথ্যে জানা গেছে বর্তমানে আরসার কাছে প্রায় ২০টি টাইপ-৭৪ এলজি, জেআরজি অস্ত্রসহ ও বিপুল পরিমানে হাত বোমা (হ্যান্ড গ্রেনেড) রয়েছে।

তিনি বলেন, ইউনুসের বিরুদ্ধে হত্যা, পুলিশ ওপর হামলা ও অগ্নিসংযোগের অপরাধে উখিয়া থানায় পাঁচ মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালের ১৫ অক্টোবর হেডমাঝি আনোয়ারকে কুপিয়ে হত্যা, ২০২৩ সালের ৩ মার্চ রোহিঙ্গা মো. রফিকে গুলি করে হত্যা, ১৩ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগানো, ১১ এপ্রিল ও ৯ জুন এপিবিএন’র ওপর হামলার মামলা অন্যতম।

এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি হত্যার সঙ্গে জড়িত বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ২০২১ সালে ২২ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর একটি আবাসিক মাদ্রাসায় অবস্থানরত ছয়জন ছাত্র-শিক্ষক হত্যা, ২০২৩ সালের ৩ মার্চ ইসলামী মাহাযের নেতা রফিক এবং ১৮ মার্চ ইসলামী মাহাযের নেতা হাফেজ মাহবুবকে হত্যা।

You may have missed