লংগদুতে চাঁদার দাবিতে জেএসএস (সন্তু) কর্তৃক কাঠ ব্যবসায়ীকে মারধর, অপহরণ চেষ্টা - Southeast Asia Journal

লংগদুতে চাঁদার দাবিতে জেএসএস (সন্তু) কর্তৃক কাঠ ব্যবসায়ীকে মারধর, অপহরণ চেষ্টা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির লংগদুতে চাঁদার দাবিতে এক কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতিকে মারধর ও অপরহরণ চেষ্টার অভিযোগ উঠেছে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র বিরুদ্ধে।

জানা গেছে, ৫ জুলাই বিকেলে লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও মাইনীমুখ ইউপির গাথাছড়া এলাকার মোঃ আব্দুল মোতালেবের পুত্র মোঃ আজগর হোসেন (৩২) উপজেলারর হরকুমার পাড়া আর্মি ক্যাম্প থেকে ৩ কিলোমিটার পশ্চিমে বলির বাপের দোকান নামক এলাকায় পূর্বে কেনা কাঠ গাড়িতে উঠানোর সময় জেএসএস (মুল) দলের চাঁদা কালেক্টর জীবন চাকমাসহ ৪ জন তাকে কাঠ সহ গতিরোধ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি ও বাৎসরিক টোকেন করার প্রস্তাব দেয়। এসময় আজগর হোসেন তাদের প্রস্তাব নাকচ করে দিলে সন্ত্রাসীরা তাকে বেড়দক মারধর করে ও অপহরণ চেষ্টা চালায়। তাৎক্ষনিক খবর পেয়ে হরকুমার পাড়া আর্মি ক্যাম্প থেকে সেনা টহল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও খবর পাওয়া গেছে।