লংগদুতে চাঁদার দাবিতে জেএসএস (সন্তু) কর্তৃক কাঠ ব্যবসায়ীকে মারধর, অপহরণ চেষ্টা
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটির লংগদুতে চাঁদার দাবিতে এক কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতিকে মারধর ও অপরহরণ চেষ্টার অভিযোগ উঠেছে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র বিরুদ্ধে।
জানা গেছে, ৫ জুলাই বিকেলে লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও মাইনীমুখ ইউপির গাথাছড়া এলাকার মোঃ আব্দুল মোতালেবের পুত্র মোঃ আজগর হোসেন (৩২) উপজেলারর হরকুমার পাড়া আর্মি ক্যাম্প থেকে ৩ কিলোমিটার পশ্চিমে বলির বাপের দোকান নামক এলাকায় পূর্বে কেনা কাঠ গাড়িতে উঠানোর সময় জেএসএস (মুল) দলের চাঁদা কালেক্টর জীবন চাকমাসহ ৪ জন তাকে কাঠ সহ গতিরোধ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি ও বাৎসরিক টোকেন করার প্রস্তাব দেয়। এসময় আজগর হোসেন তাদের প্রস্তাব নাকচ করে দিলে সন্ত্রাসীরা তাকে বেড়দক মারধর করে ও অপহরণ চেষ্টা চালায়। তাৎক্ষনিক খবর পেয়ে হরকুমার পাড়া আর্মি ক্যাম্প থেকে সেনা টহল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও খবর পাওয়া গেছে।