ঐক্যবদ্ধভাবে পাহাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হবে- বীর বাহাদুর
![]()
নিউজ ডেস্কঃ
কি পাহাড়ি কি বাঙালি সবাই মিলে শান্তি ও সম্প্রীতির জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এক সুরে কথা বলতে হবে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং বলেছেন, আগামীতে আমাদের সবাইকে সন্ত্রাস, চাঁদাবাজ এ ধরনের লোকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আগামীতে মানুষের জানমাল রক্ষার জন্য এ অঞ্চলে সরকারের যা প্রয়োজন তাই করবে সরকার।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়মে জেলার প্রতিটি ইউনিয়নের নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলজ চারা, গরু, কপি চারা, মৎস্য পোনা, বাদ্যযন্ত্র, ক্রীড়াসামগ্রী ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পৌর মেয়র ইসলাম বেবী সহ আরো অনেকে ।
আলোচনা সভা শেষে মন্ত্রী ইউনিয়ন পর্যায়ে নারীদের আর্থসামাজিক উন্নয়নে কৃষি উপকরণ বিতরণ করেন ।