অধিকার আদায়ের পাশাপাশি খাগড়াছড়িতে মানবিক কাজে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামে অধিকার হারা, বৈষম্যের শিকার ও নির্যাতিত পাহাড়ী-বাঙ্গালীদের অধিকার আদায়ের পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত পাহাড়ী-বাঙ্গালী রোগীদের খোঁজ খবর, আর্থিক সহায়তা ও রক্তদানের মতো মানবিক কাজ করছে সংগঠনটির কর্মীরা।
উপজেলা, জেলা শাখার সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা প্রায় সময়ই হাসপাতাল গুলোতে খোঁজ খবর নিয়ে বাঙ্গালী ছাড়াও উপজাতি রোগীদের প্রয়োজনেও রক্তদান করছেন, আর্থিক সহায়তা করছেন।
সম্প্রতি পানছড়ির এক মানসিক ভারসাম্যহীন রোগীকেও খাগড়াছড়ি সদর হাসপাতালে এনে চিকিৎসা, খরচ ও দেখভাল করছেন পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের নেতারা। এমনকি তাদের নেতৃত্বেই উক্ত রোগীর হাতের সফল অপারেশনও সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।
এদিকে, পার্বত্য বাঙ্গালীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি এমন মানবিক কাজে অংশ নেয়ায় নেতা-কর্মীরা যেমন উদ্দীপ্ত তেমনি বিষয়টিকে ভালোভাবেই গ্রহণ করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন আঞ্চলিক রাজনীতির পাশাপাশি এমন মানবিক ও সামাজিক কাজগুলো পাহাড়ে সম্প্রীতি ধরে রাখতে কাজ করবে।
