উখিয়া ক্যাম্পের বাহিরে পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

উখিয়া ক্যাম্পের বাহিরে পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় অনুমতি ছাড়া আশ্রয় শিবিরের বাইরে ঘোরাঘুরি করার সময় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে ৬৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

গত ৩০ আগস্ট বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটক রোহিঙ্গাদের মধ্যে ৪৫ জনকে পুলিশ এবং ১৮ জনকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত আটক করে। পরে তাদের নিজ নিজ শিবিরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ওসি বলেন, “উখিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের বাইরে অবৈধ যাতায়াত বন্ধে বিকালে পুলিশ এবং উপজেলা প্রশাসন আলাদাভাবে বিশেষ অভিযান চালায়। এর মধ্যে উপজেলা প্রশাসন রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন কুতুপালং বাজারে এবং পুলিশ উখিয়া ডিগ্রি কলেজ গেইট ও কুতুপালং কলদাতলী এলাকায় অভিযান চালায়।”

এসময় সড়কে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করার সময় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

একই সময়ে কুতুপালং বাজার এলাকা থেকে ১৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

ওসি বলেন, “আটক এসব রোহিঙ্গাদের মধ্যে কেউ গাড়িচালক, কেউ নানা প্রয়োজনে আশ্রয় শিবিরের বাইরে বের হয়েছিলেন। যদিও তাদের আশ্রয় শিবিরের বাইরে যাতায়াতের বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অনুমতি নেই।”

আটক রোহিঙ্গাদের নিজ নিজ আশ্রয় শিবির প্রশাসনের কাছে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান শেখ মোহাম্মদ আলী।

You may have missed