নাইজার জান্তাকে ৯ মাস সময় দিতে চায় নাইজেরিয়া - Southeast Asia Journal

নাইজার জান্তাকে ৯ মাস সময় দিতে চায় নাইজেরিয়া

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজারে গণতন্ত্র পুনরুদ্ধারে জান্তা সরকারকে ৯ মাস সময় দেওয়ার প্রস্তাব করেছেন প্রতিবেশী নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। তিনি বলেছেন, নাইজেরিয়ায় ১৯৯৯ সালে সাবেক সামরিক প্রধান জেনারেল আবদুলসালামি আবুবাকার ৯ মাসের ট্রানজিশন পিরিয়ডের পর বেসামরিক শাসনে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

গত ৩১ আগস্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটটি বলেছিল, তারা বাজুমকে এখনই ক্ষমতায় দেখতে চায়। নাইজারের সামরিক কর্তৃপক্ষকে অবিলম্বে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

নাইজারের প্রভাবশালী প্রতিবেশী আলজেরিয়া দেশটিতে সামরিক হস্তক্ষেপ এড়াতে পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক করছে। তারা ক্ষমতা হস্তান্তরের জন্য ছয় মাসের সময় দেওয়ার প্রস্তাব করেছে।

কিন্তু টিনুবুর বিবৃতিতে বলা হয়েছে, ইকোওয়াসের আরোপিত নিষেধাজ্ঞাগুলো ততক্ষণ কোনও কাজে আসবে না, যতক্ষণ সবাই ইতিবাচক সমন্বয়ে রাজি হবে।

তিনি বলেন, সেনা হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। তারা (জান্তা) যত আগে ইতিবাচক সমন্বয় করবে, নাইজারের দুর্ভোগ তত কমবে।

গত ২৬ জুলাই অভ্যুত্থানে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। প্রতিবাদে পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয়, বেসামরিক শাসন পুনরুদ্ধারে ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুমকি পর্যন্ত দিয়েছে জোটটি।

তবে নাইজারের নতুন সামরিক নেতারা বলছেন, সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করতে সর্বোচ্চ তিন বছরের সময় দরকার তাদের।

এদিকে বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সামরিক ‘অপারেশন জোনে’ কাজ করা থেকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোকে বিরত রাখছে তারা।

You may have missed