নিখোঁজ চাকমা যুবককে সীমান্ত থেকে উদ্ধার করল বিজিবির লোগাং জোন

নিখোঁজ চাকমা যুবককে সীমান্ত থেকে উদ্ধার করল বিজিবির লোগাং জোন

নিখোঁজ চাকমা যুবককে সীমান্ত থেকে উদ্ধার করল বিজিবির লোগাং জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া উপজাতি যুবক নিপন দেওয়ান চাকমা (২৮)–কে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির লোগাং জোনের (৩ বিজিবি) বিশেষ টহল দলের সহায়তায় পানছড়ি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিপন দেওয়ান খাগড়াছড়ি সদরের এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজের বিষয়টি জানিয়ে নিপনের স্বজনরা লোগাং বিজিবি ক্যাম্পে সহায়তা চান। খবর পেয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম–এর নির্দেশনায় সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে দ্রুত একটি বিশেষ টহল দল গঠন করা হয়। টহল দল সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে পানছড়ি সীমান্ত থেকে নিপনকে উদ্ধার করতে সক্ষম হয়।

ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, “নিপনের মা ক্যাম্পে এসে সহযোগিতা চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবে জোন সদরকে জানানো হয়। পরে জোন অধিনায়কের নির্দেশে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করি। উদ্ধার শেষে তাকে তার মা যতিকা চাকমা এবং চাচা প্রনবর চাকমার কাছে হস্তান্তর করা হয়েছে।”

ছেলেকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নিপনের মা যতিকা চাকমা বলেন, “আমার ছেলের মাঝে মাঝে ব্রেনের সমস্যা দেখা দেয়। দিকভ্রান্ত হয়ে দূরে চলে যায়। আজও ঘুরতে বের হয়ে আর বাসায় না ফিরলে আমরা খুব চিন্তায় পড়ে যাই। বিজিবির আন্তরিকতায় আমার ছেলেকে নিরাপদে ফিরে পেয়েছি।”

নিপনের চাচা প্রনবর চাকমা বলেন, “পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমরা শঙ্কায় ছিলাম। বিজিবি গভীর রাতে দুর্গম পাহাড়ি এলাকা থেকে যেভাবে উদ্ধার করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডেও বিজিবি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed