এবার ইরানের মধ্যস্থতায় তেহরানে বসছে পাকিস্তান-আফগানিস্তান

এবার ইরানের মধ্যস্থতায় তেহরানে বসছে পাকিস্তান-আফগানিস্তান

এবার ইরানের মধ্যস্থতায় তেহরানে বসছে পাকিস্তান-আফগানিস্তান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘাত অবসানে এবার মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান। এ লক্ষ্যে আগামী সপ্তাহে তেহরান দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসলামাবাদ পোস্টের বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবদনে বলা হয়, বেশ কয়েক মাস ধরে অচলাবস্থায় থাকা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামতে এটিকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মেহের নিউজ বলছে, আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় অনুষ্ঠিত আগের কয়েক দফা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না আসায় এবার নতুন পর্বের এই উদ্যোগ গুরুত্ব পাচ্ছে।

তেহরানের এই আলোচনায় চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও অংশ নিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে, আঞ্চলিক শক্তিগুলো পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করছে।

পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সাথে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদ টিটিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করেছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে। যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed