পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সেনাবাহিনী - Southeast Asia Journal

পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘকাল ধরেই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মুলমন্ত্র নিয়ে এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া গরীব, অসহায় ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালিদের শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিতে বেসামরিক প্রশাসনের পোশাপাশি সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে সমানতালে।

এরই ধারাবাহিকতায় এবার পাহাড়ি জেলা বান্দরবানের ১২টি সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় বই বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।

শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্য নিয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান রিজিয়নের উদ্যোগে ও বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে রিজিয়ন চত্বরে জেলার সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এসব বই বিতরণ করা হয়।

এদিন, ১২ টি সম্প্রদায়ের ৪০০ জন ছাত্র-ছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ৫ হাজার ৬০০ প্রয়োজনীয় নতুন বই তুলে দিনে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষার্জনে আরো বেশি আগ্রহী করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বান্দরবান রিজিয়নের পক্ষ হতে নতুন বই বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পার্বত্যঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার পাশপাশি প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের জনগোষ্ঠীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে পাঠশালা কার্যক্রম শুরু করে সেনাবাহিনী। যুগের পরিবর্তনে দূর্গমাঞ্চলে সেনা ক্যাম্পগুলোর মাধ্যমে পরিচালিত পাঠশালাগুলো সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ১১টি জনগোষ্ঠীসহ চৌদ্দটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর বই দেয়া হলো। এই অঞ্চলে শিক্ষার উন্নয়নে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে শিক্ষার্থীদের। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পার্বত্য জনপদে সামগ্রিক কাজ করবে সেনাবাহিনী।

বান্দরবানবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই কোন শিশু নিরক্ষর না থাকুক এবং তাদের অভিভাবকরা বাচ্চাকে স্কুলে পাঠাক। এজন্য বান্দরবান রিজিয়ন সবসময় সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং আসবে। শুধু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই যেন কোন ছাত্র-ছাত্রী ঝরে না পড়ে, সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেই আজকের এই কলেজ পড়ুয়া নবীন ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ চলমান এই মহতী উদ্যোগগুলো বান্দরবান রিজিয়ন কর্তৃক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।

বই বিতরণ অনুষ্ঠানে বান্দরবান সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর শায়েখ উজ জামান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

You may have missed