রাঙামাটিতে পাচারকালে নৌকাসহ ৭ লাখ টাকার কাঠ জব্দ
নিউজ ডেস্ক
রাঙ্গামাটিতে অভিযান পরিচালনা করে কাপ্তাই লেক হতে নদী পথে নৌকাযোগে পাচারকালে জীবতলী চেয়ারম্যান পাড়া হতে ৭ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বন বিভাগের কর্মীরা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হতে রাত ১১টা পযন্ত সেনাবাহিনীর ১০ আর.ই ব্যাটালিয়ন ও দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, একটি পাচারকারি সংঘবদ্ধ চক্র জীবতলী চেয়ারম্যান পাড়া হতে নৌকাযোগ কাঠ পাচারকালে অভিযান করে ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমান ৩১০.৮৯ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে পাচারকালে কাঠগুলো জব্দ করা হয়েছে। তবে পাচারকারীরা নৌকায় কাঠ রেখে পালিয়ে গেছে। জব্দকৃত কাঠ কাপ্তাই রেঞ্জ অফিসে আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।