প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়াব- মোহামেদ মইজ্জু - Southeast Asia Journal

প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়াব- মোহামেদ মইজ্জু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতা মোহামেদ মইজ্জু। চীনপন্থী এই নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই জানালেন, দায়িত্ব পাওয়ার প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন।

নির্বাচনের আগে ইশতেহারে চীনপন্থী নেতা মোহামেদ মইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে আর ভারতীয় সেনা রাখবেন না। এবার সেই কথা রাখবেন বলে জানালেন মালদ্বীপের রাজধানী মালের সাবেক এ মেয়র।

গত সোমবার মালেতে এক ভাষণে মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মইজ্জু বলেন, ‘জনতা আমাকে বলেছে, তাঁরা দেশের ভেতর বিদেশি সামরিক বাহিনী চায় না।’

মোহামেদ মইজ্জু বলেন, ‘বিদেশি সেনাদের দেশের ভেতরে থাকতে দেওয়ার অনুমতি আর মিলবে না। মানুষ এটাই চাইছে।’

প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু করবেন মোহামেদ মইজ্জু।

গত শনিবার মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী নেতা মোহামেদ মইজ্জু। অন্যদিকে ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

মালদ্বীপের রাজধানী মালের মেয়র ছিলেন মোহামেদ মইজ্জু। তিনি ‘ভারতকে বিদায় করো’ শ্লোগান দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। কারণ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত।

You may have missed