রাঙামাটিতে ২ আওয়ামীলীগ নেতার পদত্যাগ! - Southeast Asia Journal

রাঙামাটিতে ২ আওয়ামীলীগ নেতার পদত্যাগ!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামীলীগের দুই নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

পদত্যাগকারীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সেলিম মেম্বার ও জাতীয় শ্রমিকলীগ’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (কমল)।

বৃহষ্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে নয়টার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের নিকট পদত্যাগী দুই নেতা স্ব-স্ব স্বাক্ষরিত পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারন দেখিয়ে উপজেলা শাখা কমিটির পদ ও দলের প্রাথমিক সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ দাশ জানান, আমরা দুই জনের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির নিকট পাঠানো হবে। জেলা কমিটি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হবে।

পদত্যাগী দুই নেতাই উপজেলার ৬নং মাইনীমুখ উনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ গ্রহন করে নির্বাচন করছেন বলেও জানা গেছে।