‘ছে‌লেধরা’ সন্দে‌হে বান্দরবানে রোহিঙ্গা তরুণীকে গণ‌ধোলাই দি‌য়ে পুলিশে সোপর্দ - Southeast Asia Journal

‘ছে‌লেধরা’ সন্দে‌হে বান্দরবানে রোহিঙ্গা তরুণীকে গণ‌ধোলাই দি‌য়ে পুলিশে সোপর্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানে ছে‌লেধরা সন্দে‌হে রো‌কেয়া আক্তার (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছেন স্থানীয়রা।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে বান্দরবান জেলা সদ‌রের বালাঘাটা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ করে ওই তরুণী বাজারে দৌড়ে যাওয়ার সময় স্থানীয়রা ছে‌লেধরা সন্দে‌হে তাকে আটক করে এবং গণ‌ধোলাই দেয়। পরে পু‌লিশে খবর দি‌লে তারা এসে রোকেয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানতে পে‌রে‌ছি একটি সংঘবদ্ধ চক্র রো‌কেয়াকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থে‌কে বান্দরবানে নিয়ে আসে। পরবর্তীতে তাকে ছে‌লেধরা প্রমাণ করতে বালাঘাটা বাজারে ব্যাপক মারধর করে।সদর থানার পুলিশ খবর পে‌য়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আরও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।