খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শুকেন্দু ত্রিপুরা (৩২) নামে এক ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের (২২ বীর) সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১২টায় গোপন তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গাছবান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
শুকেন্দু ত্রিপুরা (৩২) ভাইবোন ছড়ার ২নং প্রকল্প পাড়া এলাকার বীরেন্দ্র ত্রিপুরার ছেলে ও ইউপিডিএফের একজন সশস্ত্র চাঁদাবাজ বলে জানা গেছে।
এ সময় তার নিকট হতে ১টি এলজি, ১ রাউন্ড এ্যামুনিশন, ৪টি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যাদিসহ উক্ত সন্ত্রাসীকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত একইদিন বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার সাতমাইল এলাকায় লংগদু থেকে খাগড়াছড়িগামী কাঁঠাল বোঝাই একটি ট্রাক থামিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা রুপচান মিয়া (২৮) নামে একজন কাঠাল ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তি উক্ত ঘটনার একজন আসামী বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।
