বান্দরবানের রোয়াংছড়িতে খাবার ও কাজের সংকট - Southeast Asia Journal

বান্দরবানের রোয়াংছড়িতে খাবার ও কাজের সংকট

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাহাড়ি সংগঠন কেএনএফ এর ভয়ে পালিয়ে যাওয়া বাসিন্দারা ফিরে আসতে পারলেও সংকটের মুখোমুখি হয়েছে। খাবার না থাকা ও কাজের সংকট সহ নানা ধরনের দুর্ভোগে পড়েছেন তারা। তবে ফিরে আসা বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেছে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্নিবার পাড়া, ক্যাপ্লাং পাড়া, পাইক্ষ্যং পাড়া ও খামতাং পাড়াসহ বেশ কয়েকটি পাড়ার শতাধিক পরিবার দীর্ঘদিন বাড়িছাড়া ছিলো। তবে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’র আতঙ্কে ৮ মাস আগে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এসব পরিবার নিজ গ্রামে ফিরেছে। গত মাসে শান্তি আলোচনার পর কেএনএফ’র অস্ত্রবিরতি ও সংঘাত বন্ধ হওয়ায় দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে খুশি বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা এসব বাসিন্দারা।

তবে দীর্ঘ দিন জুম চাষ না করতে পারায় নিজেদের খাদ্যের যোগান নিয়ে তারা চিন্তায় পড়েছে। পাহাড়ে কাজ না থাকায় উপার্জনের পথও অনেকটা বন্ধ। বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে তাঁবুতে বসবাস করছেন অনেকে। বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কটসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সঙ্কট লাঘবে দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। গত ৫ই নভেম্বর শান্তি আলোচনার পর অস্ত্র বিরতির ঘোষণা দেয় কেএনএফ।

You may have missed