পুনরায় কাশেমকে সভাপতি ও বিদ্যুৎকে সম্পাদক করে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১জুলাই) সকাল থেকে চলা সম্মেলনের ১ম অধিবেশন শেষে রাতে উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে শুরুতে বর্তমান উপজেলা কমিটি বিলুপ্তি করার পর প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। এসময় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিলুপ্ত কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম পুনঃরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে মাছ প্রতীকে ৯১ ভোট পেয়ে বিদ্যুৎ বরণ চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সফিক মিয়া কাপ পিরিচ প্রতীকে ১শত ৬৬ ভোট, আবদুল বারেক গোলাপ ফুল প্রতীকে ১শত ৪৫ ভোট, মনিরুল ইসলাম ফরাজি বৈদ্যুতিক পাখা প্রতীকে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এসময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরুপা চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, আবদুল জাব্বার, জেলা আওয়ামীলীগের সদস্য শুভ মঙ্গল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
