ফিরলেন কারাবন্দি ১৭৩ বাংলাদেশি, বৃহস্পতিবার ফেরত যাবে ২৮৫ বিজিপি

ফিরলেন কারাবন্দি ১৭৩ বাংলাদেশি, বৃহস্পতিবার ফেরত যাবে ২৮৫ বিজিপি

ফিরলেন কারাবন্দি ১৭৩ বাংলাদেশি, বৃহস্পতিবার ফেরত যাবে ২৮৫ বিজিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে এবং মাছ ধরতে গিয়ে মিয়ানমারে আটক ১৭৩ বাংলাদেশি নাগরিক বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

বুধবার দুপুরে মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর ‘নেভাল শিপ চিন ডুইন’ জাহাজে তাঁদের গভীর সাগরে আনা হয়।

সেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজে করে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছান তাঁরা।

এর আগে সকাল সাড়ে ১০টায় নৌ পথে মিয়ানমারের নয় সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছায়।

প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা সদস্য ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৮৫ সদস্যের বৃহস্পতিবার ওই জাহাজে ফিরে যাওয়ার কথা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কারামুক্ত ১৭৩ বাংলাদেশিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এদের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, সাতজন রাঙ্গামাটির এবং সাতজন খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর বাসিন্দা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।