ব্যাংক ডাকাতি: রিমান্ড শেষে কেএনএফের ১২ সদস্যকে কারাগারে প্রেরণ
![]()
নিউজ ডেস্ক
রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটককৃত কেএনএফ সদস্যদের মধ্যে আরও ১২ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ১২ জনকে রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালতে আনা হয়। পরে আদালতে শুনানি শেষে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামিরা হলেন, লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), ভান মুন নোয়াম বম (৩৩), লাল জার ঙাম বম (৪৪), তনক্লিং বম (৩৮), রুয়াল থান লিয়ান বম (৩৩), ভান বিয়াক লিয়ান বম (২৩), টাইসন বম (২৩), ভান খলিয়ান বম (৩৭), ভানলাল বয় বম (৩৩)।
গত ২ ও ৩ এপ্রিল বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত কেএনএফের ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।