সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে নিয়োগ পেলেন ডা. তানজিনা ইসলাম

সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে নিয়োগ পেলেন ডা. তানজিনা ইসলাম

সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে নিয়োগ পেলেন ডা. তানজিনা ইসলাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. তানজিনা ইসলাম। এসএফসি (আর্মি) বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।

গত ৩ জুন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয় এবং এর পরের দিন সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) ঢাকা সেনানিবাস কার্যালয়ে যোগদান করেন তিনি। অত্যন্ত সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুনাম রয়েছে তার।

এর আগে তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নেভি) ও সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (ডিপি) হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ডা. তানজিনা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৯২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এই সার্ভিসে যোগদানের পূর্বে তিনি আইসিডিডিআরবিতে কর্মরত ছিলেন।

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কাযার্লয়ের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার) কাযার্লয়ে এসিসট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার (এএফসি) পদে তার যাত্রা শুরু হয়।

ব্যক্তি জীবনে তার স্বামী মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনে (আর্মি আইবিএ) ডিজি পদে কর্মরত আছেন। তিনি দুই সন্তানের জননী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।