চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, যৌথ অভিযানে জেএসএস (সন্তু)’র ৪ চাঁদাবাজ আটক! - Southeast Asia Journal

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, যৌথ অভিযানে জেএসএস (সন্তু)’র ৪ চাঁদাবাজ আটক!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের একটি দল অবৈধভাবে চাঁদার দাবিতে ক্ষুদ্র এক কাঠ ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার খবরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার কাটতলী বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ৪ চাঁদাবাজকে আটক ও ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনাবাহিনী এবং বিজিবি’র সমন্বয়ে যৌথবাহিনীর একটি দল।

আটককৃত চাঁদাবাজরা হলো, বরকল উপজেলার কাটতলী বাজার এলাকাস্থ রাধামন পাড়ার শান্তি কুমার চাকমার ছেলে সুনিল চাকমা (৩৫), ভাগ্য চন্দ্র চাকমার ছেলে আপন চাকমা (৩০), ধর্মচন্দ্র চাকমার ছেলে সাধন চাকমা (২৭) ও তার ভাই হিমেল চাকমা (৩৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু)’র সদস্য বলে জানিয়েছে।

এর আগে একই দিন সকালে উক্ত চাঁদাবাজরা শুভলং এলাকার বরুনাছড়ির মোঃ আশরাফ মিয়ার ছেলে ও স্থানীয় ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোঃ ইউসুফ (৪৫)’র কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু মোঃ ইউসুফ চাঁদা দিতে ব্যর্থ হলে তাকে তার কাঠের নৌকাসহ জোরপূর্বক কাটতলী বাজার এলাকায় তুলে নিয়ে যায় এবং সেখানেও স্থানীয়দের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করে।

পরবর্তীতে আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের দায়ে বরকল থানায় মামলা দায়ের পূর্বক তাদের পুলিশে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

নিরাপত্তাবাহিনী জানিয়েছে, এই অভিযান পার্বত্য চট্টগ্রামের চাঁদাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামের শান্তি ও শৃংখলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।