সুদানে আরএসএফের হামলায় ২২ জন নিহত
 
                 
নিউজ ডেস্ক
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের আল-ফাশির শহরে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) দেশটির একটি গণতন্ত্রপন্থী দল এ তথ্য জানিয়েছে। তবে আরএসএফ এ হামলার কথা অস্বীকার করেছে।
আল-ফাশির রেসিসটেন্স কমিটি সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, আরএসএফ বাজার, হাসপাতাল ও অ্যাপার্টমেন্টে কামানের গোলা নিক্ষেপ করেছে। একটি হাসপাতালকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে।
পরে সংস্থাটি আরও জানিয়েছে, হামলায় ৯৭ জন আহত বা নিহত হয়েছেন।
আরএসএফ এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। আর জানিয়েছে, তারা আল-ফাশিরের সেনাবাহিনী বা তাদের মিত্র দলগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়নি।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। যার ফলে এখন অবধি আল-ফাশিরের ৩ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
